শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 October, 2018 01:54

বিশ্বের সর্বপ্রথম ‘উড়ন্ত ট্রেন’ আনছে চীন!

বিশ্বের সর্বপ্রথম ‘উড়ন্ত ট্রেন’ আনছে চীন!
মেইল রিপোর্ট :

এবার আকাশপথে উড়বে ট্রেন। বিমান ছাড়া এতদিন মানুষ রোপওয়ের মাধ্যমে আকাশপথ পরিভ্রমণের সুযোগ পেতেন। সেই সুযোগকেই আরও বাড়িয়ে সাধারণকে এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে চীন। পরিবহন প্রযুক্তিকে কাজে লাগিয়ে চীন নিয়ে আসছে ‘Skytrain’৷ 

পূর্বচীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় এই নতুন ট্রেনটিকে।

সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলির থেকে তিনগুণ বেশি ভাল পরিষেবা দিতে চলেছে এই ‘Skytrain’৷ এমনটাই মনে করছেন চীনা ইঞ্জিনিয়াররা। আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে। ফলে, যাত্রীরা দ্রুত পৌঁছাতে পারবেন গন্তব্যে।

এছাড়া, ট্রেনটির নানাবিধ সুবিধা মার্কেটে ট্রেনটির চাহিদাকেও বাড়াবে অনেকাংশে। যা বাড়াবে বাণিজ্যিক লভ্যাংশকে, সমৃদ্ধ করবে দেশের আয়কে। যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অন্যন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

যাত্রীরা ‘Skytrain’টির পরিষেবাটি পেতে চলেছেন সিআরআরসি কিংডাও সিফ্যাং কম্পানি লিমিটেডের দৌলতে। ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে। ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দৌঁড়াবে এই ট্রেন। প্রজেক্টটির টেকনিক্যাল ডিরেক্টর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করেন।

তিনি জানান, আধুনিক পার্মানেন্ট ম্যাগনেন্ট মোটর টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই আধুনিক ট্রেন। যার আধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের এক অন্য ধরণের অভিজ্ঞতা দেবে। রিপোর্টের তথ্য অনুসারে, বিশ্বের মধ্যে ‘Skytrain’তৈরিতে চীন রয়েছে তৃতীয়স্থানে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি এবং জাপান।

উপরে