শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 October, 2018 02:01

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১২০৩

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১২০৩
মেইল রিপোর্ট :

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের ডোংগালা ও পালু জেলায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০৩ হয়েছে বলে জানিয়েছে দেশটির ‘টিম অব কুইক অ্যাকশন(এসিটি)।

সোমবার এসিটি’র বরাত দিয়ে এই তথ্য জানায় দেশটির সংবাদ সংস্থা ‘আনতারা’।

এসিটি’র ভাইস প্রেসিডেন্ট ইনসান নুররহমান বলেন, বিভিন্ন জায়গায় মারা যাওয়া মানুষের সংখ্যা এক হাজার ২০৩ এ পৌঁছেছে। সবচেয়ে বেশি লোক মারা গেছে পেটোবো শহরে। সুনামি শহরটিকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।

তিনি বলেন, পেটোবো’তে ৭০০, উইরাবুয়ানা হাসপাতালে ১০, উনডাটা হাসপাতালে ২০১, মেসজিদ রায়া মস্কে ৫০, ভায়াংকারা হাসপাতালে ১৬১, টাওয়েলি উপজেলায় ৩৫, কায়ুমালুই পাজেকো গ্রামে ২, কাওয়াটুনা গ্রামে ৫, পস পল পিপি’তে ৭ এবং মাদানি হাসপাতালে ৩২ জন মারা গেছেন।

ইনসান বলেন, ৬১ জন বিদেশি নাগরিক এখনও নিখোঁজ এবং বিভিন্ন হাসপাতালে ৫৪০ জনের মতো মানুষ গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, ভূমিকম্প ও সুনামি কবলিত এলাকার ১৬ হাজার ৭৩২ জনকে বিভিন্ন জায়গার ১২৩টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় ডোংগালা ও পালু থেকে তাৎক্ষণিক বাইরের কোথাও কোনও তথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা বলেছেন, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ইতোমধ্যে পালু পৌঁছেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন।

উল্লেখ্য, গত শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হানে শক্তিশালী সুনামি। ১৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।

উপরে