শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 October, 2018 01:38

ভূমিকম্প-সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় এবার অগ্ন্যুৎপাত

ভূমিকম্প-সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় এবার অগ্ন্যুৎপাত
মেইল রিপোর্ট :

ভূমিকম্প ও সুনামির পর ইন্দোনেশিয়ার বিধ্বস্ত সুলাওয়েসি দ্বীপে এবার শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। সপুতান আগ্নেয়গিরি থেকে এই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে জানিয়েছে ফোর্বস। 

যদিও এ সম্পর্কে আনুষ্ঠানিক কোনও বিবৃতি পায়নি বলে জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে ফোর্বস জানিয়েছে, বুধবার সকালে আগ্নেয়গিরিটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরই সেখান থেকে ছাই ও লাভা বের হয়ে আসতে শুরু করে।

সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল ডিজাস্টার মিটিগেশনের (পিভিএমবিজি) অংশ হিসেবে কাজ করা মাল্টিপ্লাটফর্ম অ্যাপ্লিকেশন ফর জিওহ্যাজার্ড মিটিগেশন অ্যান্ড এসেসমেন্ট (এমএজিএমএ) এক টুইট বার্তার জানিয়েছে, আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার পর এর ধোঁয়া ও ছাই ১৩ হাজার ফুট ওপরে ওঠে। কিছুক্ষণ পর অবস্থা পরিবর্তন হয় এবং ধোঁয়া ও ছাই প্রায় ২০ হাজার ফুট ওপরে উঠে যায়।

আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার কয়েকঘণ্টা আগে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা সতর্কতা জারি করে বলেন, আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। তবে এগুলো ঠিক কবে সক্রিয় হতে পারে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপরই সেখানে সুনামি শুরু হয়। দুটি দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৩৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরইমধ্যে আগ্নেয়গিরির এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটলো।

উপরে