শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর প্রশান্ত মহাসাগরে মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 October, 2018 00:18

চীনে ইন্টারপোলের সাবেক প্রধানকে হত্যার আশঙ্কা

চীনে ইন্টারপোলের সাবেক প্রধানকে হত্যার আশঙ্কা
ইন্টারপোলের সাবেক প্রধান কর্মকর্তা মেং হংওয়ে। ফাইল ছবি
মেইল রিপোর্ট :

ইন্টারপোলের সাবেক প্রধান কর্মকর্তা মেং হংওয়েকে আটক অবস্থায় চীনে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার স্ত্রী। একই সঙ্গে তিনি নিজের জীবন নিয়েও শঙ্কিত বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রেস মেং তীব্র ভাষায় চীন সরকারের সমালোচনা করেন, যা দেশটির নাগরিকদের জন্য একটি বিরল ঘটনা।

বর্তমানে ফ্রান্সে অবস্থানরত গ্রেস মেং সাক্ষাৎকারে বলেন, ‘আমার ধারণা এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। আমি নিশ্চিত নই ও বেঁচে আছে কিনা।’

মেং হংওয়ে ইন্টারপোলের প্রধান হিসেবে সেখানেই কর্মরত ছিলেন।

ইন্টারপোলের সাবেক প্রধানের স্ত্রী গ্রেস মেং বলেন, ‘ওরা নিষ্ঠুর। ওরা নোংরা। আর কারও স্ত্রী-সন্তান যেন আমার মতো পরিস্থিতির শিকার না হন, সেটি আমাকে রুখে দাঁড়াতে হবে’, যোগ করেন গ্রেস।

গত মাসে ইন্টারপোল প্রধানের দায়িত্বে থাকা অবস্থায় চীন সফরে গিয়ে নিখোঁজ হন মেং হংওয়ে। তার স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল তদন্ত শুরু করার পর চীনা কর্তৃপক্ষ জানায়, মেংয়ের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। এরপর ৭ অক্টোবর তিনি পদত্যাগ করেন। এ সময় মেং চীনের পাবলিক সিকিউরিটি বা জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন।

চীন বলছে, মেং ঘুষ গ্রহণ করেছেন এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে।

বিরুদ্ধ মতাবলম্বীদের দমনে চীন সরকারের ক্ষমতার কোনো ‘সীমা নেই’ দাবি করে গ্রেস বলেন, ‘তাকে ফ্রান্সে হত্যা করার হুমকি দেয়া হচ্ছে ফোনের মাধ্যমে।’

মেংকে আটকে রেখেছে ন্যাশনাল সুপারভিশন কমিটি নামে একটি সংস্থা। এরা প্রায় ছয় মাস কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে না দিয়ে সন্দেহভাজনদের আটকে রাখতে পারে।

উপরে