নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৫৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এক সাম্প্রদায়িক দাঙ্গায় নাইজেরিয়ায় ৫৫ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজ্যের কাসুওয়ান মাগানি শহরের একটি বাজারে ঠেলাগাড়ি চালকদের মধ্যে ঝগড়ার পরিণতিতে মুসলিম ও খ্রিস্টান তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কাদুনা রাজ্যের পুলিশ কমিশনার বলেছেন, ওই সহিংসতার পর ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ঘটনার পর শহরজুড়ে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
নাইজেরিয়া প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা শেহু এক টুইট বার্তায় লিখেছেন, এ ধরনের তুচ্ছ ঘটনায় দেশটিতে প্রায়শ সহিংতার ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করেন প্রেসিডেন্ট বুহারি।
প্রেসিডেন্ট বলেছেন, বিভিন্ন গ্রুপের মধ্যে ভারসাম্য ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মানুষজনকে সহনশীলতার ব্যাপারে উৎসাহ দিতে কমিউনিটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে কোনও একটি দ্বন্দ্ব সহিংতায় রূপ নেয়ার আগে তা বন্ধেও কমিউনিটি নেতাদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বুহারি।
উল্লেখ্য, নাইজেরিয়ায় প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে থাকে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে।