যুক্তরাষ্ট্রে ঢুকতে না পেরে মেক্সিকোতে আশ্রয় নিল ১২ হাজার অভিবাসী
যুক্তরাষ্ট্রে ঢুকতে না পেরে এল সালভাদরের ৪ হাজার নাগরিক স্থানীয় সময় গত শুক্রবার সুচিয়েত নদী পার হয়ে মেক্সিকো আশ্রয় নেয়। এনিয়ে দেশটিতে আশ্রয় নেয়া মধ্য আমেরিকান অভিবাসীদের সংখ্যা ১২ হাজারে দাঁড়িয়েছে।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে মেক্সিকোর গণমাধ্যম ‘এল ইউনিভার্সাল’র বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
শুক্রবার অভিবাসীরা যখন নদীটির মেক্সিকো সংলগ্ন তীরে অবস্থান নেয়, তখন দেশটির অভিবাসন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা তাদেরকে গুয়েতেমালার দিকে ফিরে যেতে বলে। এমনকি তারা আইন লঙ্ঘন করছে বলেও হুমকি দেয়া হয়।
জবাবে অভিবাসীরা বলেন, মেক্সিকোতে থাকার ইচ্ছা নেই আমাদের। আমরা যুক্তরাষ্ট্রে চলে যাব। মেক্সিকোর সরকারি কর্মকর্তাদের মোকাবেলা করার পরিবর্তে এসব অভিবাসী তাপাচুলা শহরের দিকে রওনা হয়।
এদিকে চলতি সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া যৌথ বিবৃতিতে বলা হয়, দুই হাজার ৯৩৪ জন অভিবাসী মোক্সিকোতে আশ্রয় চেয়ে আবেদন করেছে। তাদের মধ্যে ৯২৭ জন নিজের দেশে ফিরে যেতে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।