শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 November, 2018 02:08

ইরাকে ২ শতাধিক গণকবর রেখে গেছে আইএস: জাতিসংঘ

ইরাকে ২ শতাধিক গণকবর রেখে গেছে আইএস: জাতিসংঘ
মেইল রিপোর্ট :

ইরাকের বিভিন্ন স্থানে দুই শতাধিক গণকবরে কয়েক হাজার মরদেহের সন্ধান পাওয়া গেছে। এসব এলাকা নিয়ন্ত্রণ করত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জাতিসংঘের এক তদন্তে এই তথ্য জানা গেছে। 

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এই গণকবরগুলোর সন্ধান পাওয়া গেছে ইরাকের পশ্চিমাঞ্চল নিনেভেহ, কিরকুক, সালাহউদ্দিন ও আনবার এলাকায়। এগুলোতে প্রায় ১২ হাজার মরদেহ থাকতে পারে।

২০১৪ সালে ইরাকের বেশি কিছু ভূখণ্ড দখল করে আইএস এবং নৃশংস শাসন কায়েম করে। তাদের বিরোধিতাকারীদের নিয়মিতই হত্যা করা হতো।

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহযোগিতায় ইরাকের সরকার আইএসকে প্রায় হটিয়ে দিয়েছে। তবে কিছু এলাকায় এখনও আইএসের গুপ্ত ঘাঁটি রয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এসব মরদেহ শনাক্ত করা যাবে না। কিন্তু যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং সম্ভাব্য গণহত্যার বিষয়ে মামলা করতে প্রসিকিউটরদের সহযোগিতা করার মতো প্রমাণাদি রয়েছে এসব গণকবরে। এখন পর্যন্ত ২০২টি গণকবর শনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে নিনেভাহতে ৯৫, কিরকুকে ৩৭, সালাহ আল-দিনে ৩৬ এবং আনবারে ২৪টি গণকবর রয়েছে।

তদন্তকারীদের ধারণা, নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ এবং প্রতিবন্ধী, বিদেশি শ্রমিক ও ইরাকের নিরাপত্তাবাহিনীর সদস্যসহ ৬ থেকে ১২ হাজার মানুষের মরদেহ এসব গণকবরে থাকতে পারে।

উপরে