শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 November, 2018 02:32

অধিকাংশ পাকিস্তানিই জানে না ইন্টারনেট কী: জরিপ

অধিকাংশ পাকিস্তানিই জানে না ইন্টারনেট কী: জরিপ
মেইল রিপোর্ট :

পাকিস্তানের ১৫ থেকে ৬৫ বছর বয়সী ব্যবহারকারীদের ৬৯ শতাংশই জানে না ইন্টারনেট কী?

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে করা একটি তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ভিত্তিক জরিপের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ডন’।

গত বছরের অক্টোবর ও ডিসেম্বর মাসে শ্রীলঙ্কা ভিত্তিক একটি থিংক-ট্যাংক ‘লিনরেএশিয়া’ জরিপটি পরিচালনা করে। দেশটির দুই হাজার বসতবাড়ির ১৫ থেকে ৬৫ বছর বয়স্করা এই জরিপে অংশগ্রহণ করে।

জরিপ অনুসারে, পাকিস্তানের ১৫ থেকে ৬৫ বছর বয়স্কদের ৩০ শতাংশ ইন্টারনেট সম্পর্কে সচেতন। তাদের কাছে জানতে চাওয়া হয় যে তারা ইন্টারনেট সম্পর্কে না জেনেই তা ব্যবহার করছে কিনা।

জরিপ প্রতিবেদনে লিনরেএশিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলানি গালপায়া বলেন, পাকিস্তানের ৫৩ শতাংশ মানুষের ইন্টানেট ব্যবহার করার মতো ফোন নেই। স্মার্ট ফোন আছে ২২ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ফিচার ফোন আছে ২৫ শতাংশ পাকিস্তানির।

এই জরিপ প্রতিবেদনে উল্লেখিত পাকিস্তানের টেলি-ডেনসিটি ‘দ্য পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি’র (পিটিএ) দেয়া তথ্যের বিপরীত হলেও তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি।  পিটিএ জানিয়েছে, এই বেসরকারি সংগঠনটির জরিপে পাকিস্তানের টেলি-ডেনসিটি সঠিকভাবে উপস্থাপিত হয়নি।

প্রসঙ্গত, পিটিএ’র ওয়েবসাইট অনুসারে দেশটিতে ১৫ কোটি ২০ লাখ অ্যাক্টিভ সেলুলার সাবস্ক্রাইবার আছে। অবশ্য দেশটির সিম রেজিস্ট্রেশন ব্যবস্থায় সাবস্ক্রাইবারদের সম্পর্কে বিশেষ কোনও তথ্যই নেই।

উপরে