শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 November, 2018 00:52

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার চীনে নিখোঁজ

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার চীনে নিখোঁজ
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চীনা ফটোগ্রাফার লু গুয়াং
মেইল রিপোর্ট :

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোয়াওয়েই’র পর এবার চীনে গিয়ে নিখোঁজ হয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চীনা ফটোগ্রাফার লু গুয়াং।

তার স্ত্রী জু জিয়াওলি’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। চীনের পরিবেশ ও সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরে লু তিনবার ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ পুরস্কার জিতেছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী এই ফটোগ্রাফারের সঙ্গে কথা বলার জন্য গত অক্টোবরে তাকে জিনজিয়াংয়ে আমন্ত্রণ জানানো হয়। গত ৩ নভেম্বর স্বামীর সঙ্গে শেষবারের মতো কথা হয় জু’র।

জু জিয়াওলি বলেন, পরবর্তীতে কর্মকর্তারা জানায় যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লু’কে জিনজিয়াং থেকে নিয়ে যায় জাতীয় নিরপত্তাকর্মীরা। সরকারের রোষানলে পড়ার মতো কিছু তিনি করেছেন কিনা আমি জানি না।

গত ২৩ অক্টোবর জিনজিয়াংয়ের রাজধানী শহর উরুমকি’র উদ্দেশে বিমানযোগে রওনা হন লু। সেখানে একাধিক ফটোগ্রাফি ইভেন্টে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়।

এরপর ৫ নভেম্বর তিনি উরুমকি থেকে সিচুয়ানের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা করেন। সেখানে একটি চ্যারিটি ইভেন্ট তার বন্ধু মিস্টার চেন’র সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু সিচুয়ানে পৌঁছে লু’কে খুঁজে পাননি চেন। পরে তিনি লু’র কোথায় আছেন তা জানার জন্য তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন।

কিন্তু ৩ নভেম্বরের পর থেকে লু’র সঙ্গে কথা না হওয়ার তিনি কোথায় আছেন তা জানাতে পারেননি স্ত্রী জু। তিনি লু’কে জিনজিয়াংয়ে আমন্ত্রণকারীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। আমন্ত্রণকারীর স্ত্রী জানান, তার স্বামী ও লু’কে তুলে নিয়ে গেছে জাতীয় নিরাপত্তা বাহিনী।

এরপর বিষয়টি ঝেইজিয়ান প্রদেশের সরকারি কর্মকর্তাদেরকে জানানো হয়। এই প্রদেশে জন্মগ্রহণ করেন লু। কিন্তু তারা তার সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি।

টুইটারে পোস্ট করা একটি চিঠিতে জু লিখেছেন, ২০ দিনের বেশি সময় ধরে নিখোঁজ লু। তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে আমি এখন তাকে গ্রেপ্তারের কোনও নোটিশ পাইনি। আমি একের পর এক জিনজিয়াং পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

এর আগে ২৫ সেপ্টেম্বর ফ্রান্স থেকে চীন আসার পর নিখোঁজ হন ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোয়াওয়েই। পরে চীনের নিরাপত্তা মন্ত্রণালয় তাকে আটকের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। মন্ত্রণালয়টির পক্ষ থেকে বলা হয়, ঘুষ নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

উপরে