শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর প্রশান্ত মহাসাগরে মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 December, 2018 10:39

সার্কের সভা থেকে ভারতীয় কূটনীতিকের ওয়াকআউট

সার্কের সভা থেকে ভারতীয় কূটনীতিকের ওয়াকআউট
সার্কের সভা উপলক্ষে রাস্তার পাশে সদস্য দেশগুলোর পতাকা শোভা পাচ্ছে
মেইল রিপোর্ট :

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) একটি সভা থেকে বেরিয়ে গেছেন ভারতের একজন কূটনীতিবিদ। ভা

রোববারের ওই বৈঠকে আজাদ কাশ্মীরমন্ত্রী চৌধুরী মুহাম্মদ সাঈদের উপস্থিতির কারণে ওই কূটনীতিক সভাস্থল থেকে বেরিয়ে যান বলে জানা গেছে।

জানা গেছে, সভায় আজাদ কাশ্মীরমন্ত্রী চৌধুরী মুহাম্মদ সাঈদ উপস্থিত থাকায় ভারতীয় কূটনীতিক শুভম সিং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভা থেকে চলে যান। ‘সার্ক চার্টার্ড ডে’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল।

২০১৬ সালের নভেম্বর মাসে পাকিস্তানে সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সে সম্মেলনে যোগ দিতে রাজি হয় নি ভারত। পরে বাংলাদেশ, আফগনিস্তান এবং ভুটানও সম্মেলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়।

ওইসময় ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছিল। বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদে ৯ ও ১০ নভেম্বর সার্কের ১৯তম সম্মেলনে ভারতের যোগ না দেয়ার সিদ্ধান্তের কারণে সার্কের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

তবে সেই সম্মেলন আর অনুষ্ঠিত হয়নি। অনেকেই মনে করেন, পাকিস্তান ও ভারতের শত্রুতার কারণে সার্ক খুব বেশি কার্যকর সংস্থায় পরিণত হতে পারছে না। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই সংস্থাটিতে ভারত, পাকিস্তান ছাড়া অপর সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা রয়েছে।

উপরে