শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর প্রশান্ত মহাসাগরে মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 17 December, 2018 01:28

৮৩ হিন্দু পাকিস্তানিকে নাগরিকত্ব দিল ভারত

৮৩ হিন্দু পাকিস্তানিকে নাগরিকত্ব দিল ভারত
মেইল রিপোর্ট :

পাকিস্তান থেকে পালিয়ে আসা ৮৩ জন হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার।

ওইসব হিন্দুরা গত কয়েক বছরে বিভিন্ন সময় পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন।

শুক্রবার ভারতের গুজরাটের আহমেদাবাদে ওই ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব সনদ তুলে দেন স্থানীয় প্রাদেশিক পরিষদের সাংসদ বলরাম থাওয়ানি ও জেলা কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে।

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের হাতে এ নাগরিকত্বের সনদ তুলে দেয়া হয়। তারা গত এক বছরের বেশি সময় যাবত দীর্ঘ মেয়াদি ভিসা নিয়ে দেশটিতে বসবাস করছিলেন। যাদের নাগরিকত্ব দেয়া হয়েছে তাদের বেশিরভাগই ভারতের মহেশ্বরী ও সিন্ধি সম্প্রদায়ের মানুষ।

এ বিষয়ে কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে সাংবাদিকদের বলেন, নাগরিকত্ব আইনের ধারা অনুযায়ী সনদ বিতরণ করা হয়েছে।

গত দুই বছরে আহমেদাবাদে এরকম মোট ৪১৯ জন সংখ্যালঘু হিন্দু ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বলে জানান তিনি। এ সময় তিনি জানান, ২০১৬ সালে কুচ, আহমেদাবাদ ও গান্ধিনগর এই তিন জেলার কালেক্টরদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছে ভারত সরকার।

সে ক্ষমতা বলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দুদেরকে তারা নাগরিকত্ব প্রদান করতে পারবেন।

উপরে