শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 December, 2018 00:15

পাকিস্তানে প্রধানমন্ত্রীর বাসভবন এখন বিশ্ববিদ্যালয়

পাকিস্তানে প্রধানমন্ত্রীর বাসভবন এখন বিশ্ববিদ্যালয়
মেইল রিপোর্ট :

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে ইসলামাবাদ জাতীয় বিদ্যালয়ের উদ্বোধন করেন সাবেক এ ক্রিকেট তারকা।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সাফকাত মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হল। প্রধানমন্ত্রীর বাসভবনটি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হবে এবং পরে ইন্সটিটিউট, ফ্যাকাল্টি ও বিভাগের জন্য আলাদা ভবন নির্মাণ করা হবে। খবর পাকিস্তান ট্রিবিউনের।

বিশ্ববিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ভাষণে ইমরান বলেন, শিক্ষা ও মানব উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীন বাসভবনকে বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে।

উন্নত জাতি হিসেবে আবির্ভাবের জন্য এগুলো খ্বুই প্রয়োজন। তিনি আরও বলেন, সরকার ও জনগণের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি) সরকার শিক্ষাকে অগ্রাধিকারে রেখেছে।

পিটিআই শাসনামলে সর্বোপরি শিক্ষা খাতকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাইয়ে নির্বাচনে জয়ী হওয়ার পর ইমরান বলেছিলেন, সরকারি বাসভবনে থাকবেন না তিনি।

উপরে