পাকিস্তানে প্রধানমন্ত্রীর বাসভবন এখন বিশ্ববিদ্যালয়
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে ইসলামাবাদ জাতীয় বিদ্যালয়ের উদ্বোধন করেন সাবেক এ ক্রিকেট তারকা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সাফকাত মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হল। প্রধানমন্ত্রীর বাসভবনটি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হবে এবং পরে ইন্সটিটিউট, ফ্যাকাল্টি ও বিভাগের জন্য আলাদা ভবন নির্মাণ করা হবে। খবর পাকিস্তান ট্রিবিউনের।
বিশ্ববিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ভাষণে ইমরান বলেন, শিক্ষা ও মানব উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীন বাসভবনকে বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে।
উন্নত জাতি হিসেবে আবির্ভাবের জন্য এগুলো খ্বুই প্রয়োজন। তিনি আরও বলেন, সরকার ও জনগণের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি) সরকার শিক্ষাকে অগ্রাধিকারে রেখেছে।
পিটিআই শাসনামলে সর্বোপরি শিক্ষা খাতকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাইয়ে নির্বাচনে জয়ী হওয়ার পর ইমরান বলেছিলেন, সরকারি বাসভবনে থাকবেন না তিনি।