বঞ্চনাই ছিল বাংলাদেশ সৃষ্টির মূল কারণ: ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পূর্ব-পাকিস্তানের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করাই ছিল বাংলাদেশ সৃষ্টির মূল কারণ। গত শনিবার লাহোরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খবর পিটিআই ও এনডি
দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত ভাগের পর পাকিস্তানের অংশে পড়া বর্তমান বাংলাদেশ স্বাধীনতার আগ পর্যন্ত পাকিস্তানি শাসকদের হাতে ধারাবাহিকভাবে শোষণ-বঞ্চনার শিকার হয়ে আসছিল। ওই মন্তব্যের মধ্য দিয়ে ক্রিকেট তারকা থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় অর্ধশতাব্দী পর ওই শোষণের ইতিহাস কার্যত স্বীকার করে নিলেন।
চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তর প্রদেশের বুলান্দশার জেলায় গোহত্যা নিয়ে সহিংস ঘটনা ঘটে। এতে পুলিশসহ দু'জন নিহত হন। এই মৃত্যুর ঘটনা নিয়ে নাসিরুদ্দিন শাহ এক সাক্ষাৎকারে বলেন, ভারতে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু বেশি গুরুত্ব পায়। এর জেরে প্রবল বিতর্কের মুখে পড়েন ভারতের এই প্রবীণ অভিনেতা। এ নিয়ে কথা বলতে গিয়েই বাংলাদেশের উদাহরণ টানেন ইমরান খান।
সংখ্যালঘুদের অধিকার থেকে বঞ্চিত করলে এর পরিণাম কী হতে পারে তা বোঝাতে গিয়ে তিনি বলেন, দুর্বলেরা যদি যথাযথ আচরণ না পায়, তাহলে তা অভ্যুত্থানে রূপ নেবে। সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারকে দেখিয়ে দেবেন বলেও মন্তব্য করেন ইমরান খান।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রাদেশিক সরকারের ১০০ দিনের অর্জন উপলক্ষে লাহোরে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তার সরকার পদক্ষেপ নিচ্ছে। সংখ্যালঘুরা যাতে নিরাপত্তা, সুরক্ষা অনুভব করে, নতুন পাকিস্তানে তারা যাতে সমান অধিকার পায়, তার সরকার তা নিশ্চিত করবে। এ সময় ইমরান বলেন, ভারতে সংখ্যালঘুদের সমান নাগরিক অধিকার দেওয়া হচ্ছে না।