হিন্দুদের ‘পঞ্জ তীর্থ’কে ঐতিহ্য ঘোষণা করল পাকিস্তান
পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত হিন্দুদের পঞ্জ তীর্থকে ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। ওই তীর্থকে খাইবার পাখতুনখোয়ার প্রশাসন ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
ওই অঞ্চলে রয়েছে পাঁচটি বড় জলাশয়। সেখান থেকেই তৈরি হয়ে ‘পঞ্জ তীর্থ’ নামটি। জলাশয় ছাড়াও সেখানে রয়েছে একটি মন্দির, লন ও পাম গাছ। বর্তমানে ওই পাঁচ জলাশয়ের দায়িত্বে রয়েছে চাচা ইউনুস পার্ক ও পাখতুনখয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
হিন্দুদের বিশ্বাস, মহাভারতের চরিত্র পান্ডু এখানেই থাকতেন। কার্তিক মাসে হিন্দুরা এই জলাশয়ে স্নান করেন। এছাড়া গাছের তলায় দু’দিন ধরে পূজা দেওয়ার রীতিও আছে।
আফগান দুরানিদের শাসনামলে ওই অংশের কিছুটা ক্ষতি হয়। পরে স্থানীয় হিন্দুরা তা পুনরুদ্ধার করে ফের পুজো-অর্চনা শুরু করেন। পরবর্তীকালে পাকিস্তানের প্রশাসন ঘোষণা করে, ওই অংশের কেউ ক্ষতি করলে ২০ লাখ টাকা জরিমানা ও পাঁচ বছরের জেল হবে।