শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 January, 2019 02:24

আইএমএফের প্রথম নারী প্রধান উপদেষ্টা গীতা

আইএমএফের প্রথম নারী প্রধান উপদেষ্টা গীতা
মেইল রিপোর্ট :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন গীতা গোপীনাথ।

গত সপ্তাহে আইএমএফের দায়িত্ব গ্রহণ করেন গীতা। কলকাতার মেয়ে গীতাই প্রথম নারী, যিনি আইএমএফের শীর্ষ পদে বসলেন।

অবশ্য এর আগেই অর্থনীতিবিদ হিসেবে গত বছর অক্টোবরে আইএমএফে যোগ দেন ৪৭ বছর বয়সী গীতা।

গত বছরের ৩১ ডিসেম্বর আইএমএফের অর্থনৈতিক কাউন্সিলর ও গবেষণা বিভাগের ডিরেক্টর পদ থেকে অবসর নেন মরি ওবস্টফেল্ড। তার জায়গায় স্থলাভিষিক্ত হন গীতা।

বর্তমানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন গীতা। ইউনিভার্সিটি গেজেটে সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। তাতে আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিন ল্যাগার্দের ভূয়সী প্রশংসা করেন তিনি।

তিনি জানান, আইএমএফের প্রথম নারী উপদেষ্টা পদে বসতে চলেছেন তিনি। যার পুরো কৃতিত্বটাই ল্যাগার্দের। নেত্রী হিসেবে তার তুলনা হয় না। সারা বিশ্বের নারীদের কাছে অনুপ্রেরণা তিনি।

গীতা ১৯৭১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার মা-বাবা কেরালার তবে বড় হয়েছেন মহীশূরে। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষে দিল্লি স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরে অর্থনীতিতে ডক্টরেট করেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে।

২০১০ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের স্থায়ী অধ্যাপিকা নিযুক্ত হন গীতা। পরে ২০১৬ সালে তাকে কেরল সরকারের অর্থনৈতিক উপদেষ্টা করা হয়।

উপরে