শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! অ্যারিজোনায়ও জিতলেন, ট্রাম্পের ইলেকটোরাল ভোট এখন ৩১২ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ কমালো আদানি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 January, 2019 12:40

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে ২৪ জনের প্রাণহানি

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে ২৪ জনের প্রাণহানি
মেইল রিপোর্ট :

আফ্রিকার সুদানে সৃষ্ট সরকারবিরোধী বিক্ষোভে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ বিক্ষোভকারী।

গত ১২ জানুয়ারি বিক্ষোভের কারণ অনুসন্ধানে সুদান সরকারের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দেয়া তথ্যে এই খবর জানা গেছে।

গত বছরের ১৯ ডিসেম্বরে সুদানের সরকার দেশটিতে রুটির দাম ২ সেন্ট থেকে বৃদ্ধি করে ৬ সেন্ট করে।

মূলত এর পর থেকেই দেশটিতে রুটির দাম কমানোর জন্য রাজধানী খার্তুমসহ সারা দেশের হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে আসেন।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমের ইব্রাহিম বলেন, ‘ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এ আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে।’

অন্যদিকে সরকারের পক্ষ থেকে এ সংখ্যা ২২ জন বলা হয়েছে।

তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ জনের বেশি লোক নিহত হয়েছেন।

এ ছাড়া গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করছে সংস্থাটি।

প্রসঙ্গত, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও নগদ অর্থ সংকটের কারণে গত ডিসেম্বরে এ আন্দোলনের সূত্রপাত হয়। 

উপরে