শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 17 January, 2019 02:15

জাতিসংঘের এক তৃতীয়াংশ কর্মী যৌন নিপীড়নের শিকার

জাতিসংঘের এক তৃতীয়াংশ কর্মী যৌন নিপীড়নের শিকার
মেইল রিপোর্ট :

হ্যাশট্যাগ মিটু বা #মিটু আন্দোলনে কেঁপেছে বেশকিছু দেশ। এবার জাতিসংঘের কর্মীদের মধ্যে যৌন নিপীড়ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলো।

গত বছরের নভেম্বরে জাতিসংঘ ও এর অন্যান্য সহযোগী সংস্থার প্রায় ৩০ হাজার ৩৬৪ কর্মীর ওপর এই অনলাইন জরিপ পরিচালনা করে বিশ্বের বৃহত্তম প্রফেশনাল পরিষেবা নেটওয়ার্ক ডিলয়েট।

জাতিসংঘের কর্মীদের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে, গত দুই বছরের মধ্যে প্রতি তিনজনের একজন কর্মী যৌন হেনস্তার শিকার হয়েছেন।

এ সম্পর্কে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই ফলাফল থেকে নিশ্চিত হওয়া যায় যে, একজন কর্মীর কর্মক্ষমতার ওপর এসবের নেতিবাচক প্রভাব আছে। অনেকেই নিজেদের মধ্যকার সম্পর্ক খারাপ হওয়ার ভয়ে এসব নিয়ে কিছু বলতেও পারেন না।

জরিপের ফলাফলে বলা হয়েছে, এতে অংশ নেয়া জাতিসংঘের ২১ দশমিক ৭ শতাংশ কর্মী বলেছেন, তারা আপত্তিকর কৌতুক অথবা যৌন ইঙ্গিতপূর্ণ গল্পের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন। ১৪ দশমিক ২ শতাংশ তাদের শারীরিক গঠন, শরীর অথবা যৌন কার্যকলাপের ব্যাপারে আপত্তিকর মন্তব্য পেয়েছেন।

এছাড়া ১৩ শতাংশ কর্মী যৌনতা নিয়ে আলোচনায় আগ্রহী না হওয়া সত্ত্বেও তাদের সেই আলোচনায় টেনে আনা হয়েছে বলে জানিয়েছেন এবং ১০ দশমিক ১ শতাংশ কর্মীর শরীর এমনভাবে স্পর্শ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। ডিলয়েটের জরিপ বলছে, যৌন হয়রানিকারীদের তিনজনের মধ্যে দুজনই পুরুষ।

উপরে