ব্রেক্সিট প্রস্তাবে হারলেও প্রধানমন্ত্রীত্বে থাকছেন মে
সাম্প্রতিক সময়ে চ্যালেঞ্জের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শেষ পর্যন্ত অনাস্থা ভোটে টিকে গেলেন। বুধবার অনুষ্ঠিত অনাস্থা ভোটে ৩২৫-৩০৬ ব্যবধানে জয়ী হন তিনি। এ কারণে প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন মে।
এর আগের দিনই দেশটির সংসদ সদস্যরা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে করা তার ব্রেক্সিট পরিকল্পনা নাকচ করে দেন। অবশ্য ব্রেক্সিট প্রস্তাব পাস না হলেও প্রধানমন্ত্রী হিসেবে থেরেসা মে থাকবেন এমনটা অনুমেয়ই ছিল।
ব্রেক্সিট চুক্তি পাশে ব্যর্থ হওয়ার সুযোগ নিয়ে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন তাৎক্ষণিকভাবে থেরেসা মে’র সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। সংসদের অন্যান্য বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, প্লাইড কামরি ও গ্রিন পার্টি এই অনাস্থা প্রস্তাবে সমর্থন করে।
প্রধানমন্ত্রী হিসেবে তার ওপর আস্থা রাখায় মে বলেন, সংসদ এই সরকারের ওপর আস্থা রেখেছে বলে আমি আনন্দিত। আমাদের একাত্মতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি বাড়াতে কাজ করে যাবে আমার সরকার।