শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর প্রশান্ত মহাসাগরে মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 January, 2019 11:40

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ফ্রান্স

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ফ্রান্স
মেইল রিপোর্ট :

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় অগ্রগতি না আসলে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়েছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জঁ ইভ লা দিরইয়া বলেন, আমরা দেখতে চাচ্ছি- তেহরান নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে ডলারের বাইরে গিয়ে বাণিজ্য সুবিধা স্থাপনে ইউরোপীয় সিদ্ধান্তে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এই ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও মার্কিন নিষেধাজ্ঞা পাশা কাটিয়ে ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষায় পক্ষপাতি তিনি।

জঁ ইভ লা বলেন, যদি আলোচনা ফলপ্রসূ না হয়-তবে কঠোর নিষেধাজ্ঞা বসাতে আমরা প্রস্তুত। ইরান সেটা জানেও।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ফরাসি মন্ত্রীর হুশিয়ারির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন- ইউরোপীয় দেশেগুলোর তরফে যেকোনো নিষেধাজ্ঞা সেসব দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনা নতুন করে মূল্যায়ন করা হবে।

কাসেমি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনাযোগ্য না। ইরান ও ফ্রান্সের মধ্যে চলমান রাজনৈতিক আলোচনার মধ্যে ফ্রান্সের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে মনোযোগ আকর্ষণ করা হয়েছে।

২০১৫ সালে রাশিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার সঙ্গে ইরানের বহুপক্ষীয় পরমাণু চুক্তি জাতিসংঘের একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির লাগাম টানতে রাজি হয়েছিল তেহরান।

প্রস্তাবে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তত আট বছরের জন্য বন্ধ করতে বলা হয়েছে ইরানকে। এখন দেশটি বলছে, তার ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্রবহনের সক্ষম না।

উপরে