শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 January, 2019 13:05

রাজনৈতিক অস্থিরতায় পালাচ্ছে ভেনিজুয়েলার লোকজন

রাজনৈতিক অস্থিরতায় পালাচ্ছে ভেনিজুয়েলার লোকজন
মেইল রিপোর্ট :

চরম রাজনৈতক অস্থিরতায় গৃহযুদ্ধের দ্বারপান্তে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা।

এক দিকে দেশটির কট্টর মার্কিনবিরোধী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর অন্যদিকে আছেন স্বঘোষিত অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট বিরোধী নেতা জুয়ান গুইয়াদো।  

রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।  বিরোধী নেতা জুয়ান গুইয়াদোকে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছে।

এরই মধ্যে ভেনেজুয়েলায় থাকা মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর জবাবে বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদোর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিলে মাদুরোকে দেখে নেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ হুশিয়ারি উচ্চারণ করেছেন।

সরকার আর বিরোধী দলের এ হমকি-ধমকিত শংকিত দেশটির সাধারন জনগন নিজেদের নিরাপত্তার জন্য পাশ্ববর্তী দেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছে।

এদিকে আগামী বুধবার ও শনিবার সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে গুয়াইদো।

ভেনেজুয়েলায় নতুন করে ভয়াবহ রাজনৈতিক সংকট দেখা দেয়ায় দেশ ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার মানুষ। অনেকে ভীত-সন্ত্রস্ত হয়ে পরিবার পরিজন ছেড়েই দেশ ছেড়ে পালাচ্ছেন। আর এদের মধ্যে বেশিরভাগ যাচ্ছে পার্শ্ববর্তী দেশ কলাম্বিয়ায়। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কলম্বিয়ায় ঢুকে পড়ছে তারা।

গত বছরের মে মাসে ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন মাদুরো।

তারপর থেকেই চরম রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে ল্যাটিন আমেরিকার এই দেশটি। বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করে আসছে। আর এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো।

উপরে