শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 February, 2019 02:45

ফার্ক বিদ্রোহীদের একাংশের নেতাসহ নিহত ১০

ফার্ক বিদ্রোহীদের একাংশের নেতাসহ নিহত ১০
মেইল রিপোর্ট :

কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের একাংশের নেতাসহ ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, ফার্ক বিদ্রোহীদের এই অংশ শান্তি প্রক্রিয়া মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

রদ্রিগো কাদেতে নামের ৫২ বছর বয়সি ওই বিদ্রোহী নেতা নয়জন সহযোগীসহ কলম্বিয়ার দক্ষিণের কাকেটা অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে নিহত হন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী গুইলার্মো বোতেরো জানান, কাদেতে ফার্কের প্রায় ১৭০০ বিদ্রোহী সদস্যকে একত্রিত করার চেষ্টা করছিলেন। এসব সদস্য শান্তি প্রক্রিয়ায় অস্বীকৃতি জানিয়ে তাদের অস্ত্র জমা দেয়নি। তাদের অধিকাংশ দূরবর্তী জঙ্গলাঞ্চলে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এরা অন্যান্য সশস্ত্র গ্রুপের সঙ্গে সেখানে লড়াইরত।

কলম্বিয়ায় ২০১৬ সালে ফার্কের সঙ্গে শান্তি চুক্তি করে সরকার। সশস্ত্র সংগঠনটির অধিকাংশ সদস্য তখন তাদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। এর ফলে দেশটিতে বহু দশক ধরে চলে আসা লড়াইয়ের সমাপ্তি ঘটে।

রদ্রিগো কাদেতেও কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের চার বছর ধরে কিউবার রাজধানী হাভানায় চলা শান্তি আলোচনায় অংশ নিয়েছিলেন। তবে তিনি শান্তি চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানান।

শান্তি চুক্তি প্রত্যাখ্যান করা ফার্ক বিদ্রোহীদের এই অংশের মূল নেতা ছিলেন জেনটিল দুয়ার্তে। চুক্তি প্রত্যাখ্যান করায় ২০১৬ সালে তাকে ফার্ক থেকে বহিষ্কার করা হয়। রদ্রিগো কাদেতে ছিলেন এই বিদ্রোহী অংশের সেকেন্ড-ইন-কমান্ড।

উপরে