ইরানকে শায়েস্তা করতে ইরাকে মার্কিন ঘাঁটি চান ট্রাম্প
মার্কিন সেনারা অবশ্যই ইরানের প্রতিবেশী দেশ ইরাকে অবস্থান করবে এবং সেখান থেকে তারা বাগদাদের সামরিক তৎপরতার ওপর কড়া নজর রাখবে। এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া ইরাকে একটি বড় সামরিক ঘাঁটি নির্মাণের ওপর জোর দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা সৌভাগ্যক্রমে ইরাকে একটি অবিশ্বাস্য বড় ঘাঁটি নির্মাণ করতে চলেছি। আমরা অবশ্যই ওই ঘাঁটিটি রক্ষা করবো। কারণ, এটা থেকে ইরানের তৎপরতার ওপর গভীরভাবে নজরদারি করা সম্ভব হবে। কেননা ইরান আসলেই একটি সমস্যা।’
ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আমাদের নানা জটিলতা পোহাতে হচ্ছে। এই সঙ্কটের অন্যতম হচ্ছে বিশ্বের সন্ত্রাসী দেশগুলো, যাদের একটি ইরান।’
তবে তার সরকারের ইরাক থেকে ইরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলেই জানান ট্রাম্প। তার ভাষায়, ‘আমরা কেবল দেশটির ওপর কড়া নজর রাখবো।’
এর আগে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরাকে মার্কিন স্পেশাল বাহিনী পাঠানো এবং ঘাঁটি নির্মাণের অনুমতি পেতে গত কয়েক সপ্তাহ ধরে বাগদাদের সঙ্গে দেন দরবার চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন এখন সিরিয়া থেকে মার্কিন সেনা ও ঘাঁটিগুলোকে ইরাকে সরিয়ে আনতে চাইছে। এখান থেকেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই চালাবে মার্কিন সেনারা।
ট্রাম্প ইতিমধ্যে সিরিয়া থেকে ৩ হাজারের মত সেনা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।