পাকিস্তানের পাঠানো ড্রোন ধ্বংসের দাবি ভারতের
পাকিস্তানের একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ভারত। সোমবার রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার সীমান্ত এলাকায় পাকিস্তানের পাঠানো একটি ড্রোনকে ভূপাতিত করে দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের গুপ্তচর সন্দেহে একজনকে গ্রেফতারও করা হয়েছে।
সোমবার ওই ড্রোন থেকে একটি বাড়িতে বোমা ফেলা হলেও সেটি বিস্ফোরিত হয়নি বলে স্থানীয়রা দাবি করেছে। তবে সেনা বা পুলিশের পক্ষ বোমা ফেলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
শ্রীগঙ্গানগরের পুলিশকর্তা ইসমাইল খান বলেন, ‘স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় একটি বাড়ির ছাদের ওপর সন্দেহজনক কোনো যন্ত্র ভেঙে পড়ার খবর জানায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এবং বিএসএফকে খবর দেওয়া হয়।’
সেনাবাহিনী ও বিএসএফের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এটি পাকিস্তানের ড্রোন বলে শনাক্ত করেন। প্রাথমিক তদন্তে নজরদারির জন্য সীমান্তের ওপার থেকে ড্রোন পাঠানো হয়েছিল ধারণা করছেন তারা।
পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান হামলার পর থেকে পাকিস্তানের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত।
গত ২৭ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক হামলার পরদিন গুজরাট সীমান্ত পেরিয়ে কুচ জেলার আকাশে একটি পাক ড্রোন ঢুকে পড়ে। সেই ড্রোনকেও গুলি করে ধ্বংস করেন ভারতীয় সেনারা। পরে ভারতীয় গণমাধ্যমে গুজরাট সীমান্তের নানঘাটাড় গ্রামে ড্রোনটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশিত হয়।
৪ মার্চ ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই-৩০ যুদ্ধবিমান দেশটির উত্তরাঞ্চলীয় রাজস্থান রাজ্যের বিকানার শহরের কাছে পাকিস্তানি ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।
পাকিস্তানে যাওয়া তিন নদীর পানি বন্ধ করেছে ভারত
ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার পর থেকে পাকিস্তান-ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় সোমবার ভারতের পূর্বাঞ্চলীয় এলাকার তিনটি নদীর গতি বন্ধ করে দেয়, যা ভারত থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত হতো।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল রোববার রাজস্থানে ঘোষণা করেছেন, নয়াদিল্লি তিনটি নদীর .৫৩ মিলিয়ন একর ফুট পানি বন্ধ করেছে যা পাকিস্তানের দিকে প্রবাহিত ছিল।
তিনি বলেন, এ বন্ধ করা পানি রাজস্থান বা পাঞ্জাবের প্রয়োজন। পানি পান করার কাজে অথবা ইরিগেশনের জন্য ব্যবহার হবে।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর আরেকজন ভারতীয় মন্ত্রী নিতিন গাদকারী একই কথা ঘোষণা করেছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৯ আধাসামরিক জওয়ান নিহত হন। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে। এ নিয়ে দু’দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছিল।
এই হামলার জেরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় দুটি বিমান ঢুকে পড়লে পাকিস্তান তা ভূপাতিত করে ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান। তিন দিন আটক রাখার পর গত শুক্রবার তাকে ফেরত দেয়া হয়।