শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর প্রশান্ত মহাসাগরে মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 March, 2019 03:54

বিরোধীয় তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ, চীনে উত্তেজনা

বিরোধীয় তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ, চীনে উত্তেজনা
মেইল রিপোর্ট :

বিরোধী তাইওয়ান প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনী বলছে, চীনের প্রভাব বিস্তার রোধে কৌশলগত জলসীমায় যুক্তরাষ্ট্র জাহাজ পাঠিয়েছে।

রোববার নৌবাহিনী, কোস্টগার্ড ও দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

চীন তাইওয়ানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তবে স্বশাসিত তাইওয়ান চীনের কবল থেকে মুক্ত হতে ওয়াশিংটনের সাহায্য নিচ্ছে। এতে তাইপেই এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ছে।

মার্কিন সামরিক বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনীর কার্টিস উইলবার ধ্বংসকারী এবং কোস্টগার্ডে বার্থলফ কাটার এমন দুটি জাহাজ পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান প্রণালিতে জাহাজের চলাচলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আন্ত প্রশান্ত মহাসাগরকে মুক্ত ও উন্মুক্ত করার প্রতিশ্রতি দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো জায়গায় আন্তর্জাতিক আইন অনুমোদন করতে পারে, সেগুলো চালাবে এবং পরিচালনা করবে।

এমন ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বেইজিং।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাহাজগুলো দক্ষিণ-পশ্চিমে তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে গিয়েছিল এবং উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগিয়ে গেছে।

উপরে