শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 March, 2019 19:46

বোমাতঙ্কের পর ২৮১ আরোহী নিয়ে নিরাপদে সিঙ্গাপুরে বিমানের অবতরণ

বোমাতঙ্কের পর ২৮১ আরোহী নিয়ে নিরাপদে সিঙ্গাপুরে বিমানের অবতরণ
মেইল রিপোর্ট :

মুম্বাই থেকে সিঙ্গাপুর ফিরছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কিন্তু বিমানবন্দরের গ্রাউন্ড কন্ট্রোলে ফোন করে জানানো হলো, আকাশে থাকা এসকিউ-৪২৩ ফ্লাইটে বোমা রাখা আছে। 

মঙ্গলবার সকালে মুম্বাই বিমানবন্দর থেকে ওড়ার পর বিমানটি তখন মাঝ পথে।

মুম্বাই বিমানবন্দরের কর্মী থেকে শুরু করে পাইলট ও ক্রুরা গ্রাউন্ড কন্ট্রোলের পাঠানো সেই বিপদ সংকেত পেয়েই সতর্ক হয়ে উঠলেন। বিমানটিতে ছিলেন ২৬৩ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্য ছিলেন।

তবে বিমানটি শেষপর্যন্ত নিরাপদেই সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে উদ্বিগ্ন হয়ে পড়বেন ভেবে যাত্রীদের প্রথমে কিছুই জানাননি বিমানকর্মীরা। যদিও বিমানের কর্মীদের অস্বাভাবিক ব্যস্ততা দেখে বিপদ আঁচ করতে পারেন যাত্রীরা। এসময় তারা চেঁচামেচি শুরু করে দেন।

পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটির তদন্ত হচ্ছে। কে বা কারা ওই ভুয়া ফোন করেছিলেন, তা খুঁজে দেখা হচ্ছে।

তারা জানায়, ওই ঘটনার পর তাদের অন্যান্য ফ্লাইটের কার্যক্রম বিঘ্নিত হয়নি।

ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইট জানিয়েছে, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলটির বিমানটি। তারা আরও জানায়, ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় ৩১ মিনিট পর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে।

তবে এ ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে চাঙ্গি বিমানবন্দর গ্রুপ।

উপরে