শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 April, 2019 00:41

'২০১৮ সালে বিশ্বের ১১৩ মিলিয়নের বেশি মানুষ ক্ষুধার্ত ছিল'

'২০১৮ সালে বিশ্বের ১১৩ মিলিয়নের বেশি মানুষ ক্ষুধার্ত ছিল'
মেইল রিপোর্ট :

যুদ্ধ ও জলবায়ু বিপর্যয়ের কারণে ২০১৮ সালে বিশ্বের ৫৩টি দেশের ১১৩ মিলিয়নের বেশি মানুষ ক্ষুধার্ত ছিল বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের(এফএও) খাদ্য সংকট বিষয়ক বৈশ্বিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এই প্রতিবেদনে বলা হয়, মোট ক্ষুধার্তদের দুই তৃতীয়াংশ ইয়েমেন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, আফগানিস্তান ও সিরিয়াসহ আটটি দেশের মানুষ। এসব দেশের বেশিরভাগ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে ছিলেন।

এতে বলা হয়, সংঘাত ও নিরাপত্তাহীনতা এবং জলবায়ু সংক্রান্ত আঘাতে অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাওয়ায় এসব দেশ খরা ও বন্যায় আক্রান্ত হয়।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক মিলিয়ন রোহিঙ্গা মুসলিমকে আশ্রয়দানকারী বাংলাদেশের কথা গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে।

এফএও’র জরুরি পরিচালক ডোমিনিক বোরজিওন ফ্রান্সের সংবাদ সংস্থাটিকে বলেন, মহাদেশ হিসেবে আফ্রিকার মানুষই সবচেয়ে বেশি খাদ্য সংকটে ভুগেছে। এই মহাদেশের প্রায় ৭২ মিলিয়ন মানুষ গত বছর ক্ষুধার্ত ছিল।

তিনি বলেন, দারিদ্র্যপীড়িত ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক সংকট দেশটির অর্থনৈতিক পরিস্থিতিকে আরও দুর্বল করে তুলেছে। এটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অবশ্য বৈশ্বিকভাবে ক্ষুধার্ত মানুষের সংখ্যা গত বছর আগের বছরের তুলনায় কম ছিল। ২০১৭ সালে বিশ্বের ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১২৪ মিলিয়ন।

উপরে