শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 April, 2019 01:50

শ্রীলঙ্কায় চার্চের পর এবার মসজিদে হামলা

শ্রীলঙ্কায় চার্চের পর এবার মসজিদে হামলা
মেইল রিপোর্ট :

শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে সিরিজ হামলার পর মসজিদেও হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে কারফিউয়ের মধ্যেই সেখানকার একটি মসজিদে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, একটি মসজিদে পেট্রোল বোমা দিয়ে হামলা করা হয়েছে। এছাড়া দেশের ‍দুটি ভিন্ন ভিন্ন অংশে মুসলিম ব্যক্তিদের মালিকাধীন দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন গতকাল শ্রীলঙ্কায় দফায় দফায় চার্চ, হোটেল ও চিড়িয়াখানায় হামলা হয়। এসব হামলায় এখন পর্যন্ত ২৯০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ।

ওই হামলার পর শ্রীলঙ্কার কর্তৃপক্ষ গতকাল কারফিউ জারি করে। কিন্তু এই কারফিউয়ের মধ্যে মসজিদ ও মুসলিম ব্যক্তিদের মালিকাধীন দোকানে হামলার ঘটনা ঘটে।

এদিকে রোববারের ওই হামলার পর এখন পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পুলিশ। এর আগে গতকাল রাতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে তারা সবাই স্থানীয়। তবে তাদের সঙ্গে বিদেশি কোনও সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে ওই হামলার ব্যাপারে আগে থেকেই ‘তথ্য ছিল’ বলেও স্বীকার করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেন প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা হয়নি সেটিও খতিয়ে দেখা হবে।

উপরে