শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! অ্যারিজোনায়ও জিতলেন, ট্রাম্পের ইলেকটোরাল ভোট এখন ৩১২ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ কমালো আদানি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 April, 2019 01:20

ভারত-চীন-মিয়ানমার-নেপালে ভূমিকম্প

ভারত-চীন-মিয়ানমার-নেপালে ভূমিকম্প
প্রতীকী ছবি
মেইল রিপোর্ট :

মাঝারি মাত্রার শক্তিশালী কয়েকটি ভূমিকম্পে ভারতসহ প্রতিবেশী তিন দেশ কেপে উঠেছে। বুধবার রাতে ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল ও আসামে ভূমিকম্প হয়। ওই কম্পন প্রতিবেশী দেশ চীন এবং মিয়ানমারেও অনুভূত হয়।

এছাড়া বুধবার সকালে ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র নেপালেও কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বুধবার রাতে তিনটি দেশে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। এটির উৎপত্তিস্থল ছিল আসামের ডিব্রুগড়। এর গভীরতা ছিল ৯ কিলোমিটার।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বুধবার রাত ১টা ৪৫ মিনিটে অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াংয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের প্রভাবে তিব্বতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে।

অন্যদিকে বুধবার রাতের ওই ভূমিকম্পের জেরে চীন ও মিয়ানমারের কিছু অংশে কম্পন অনুভূত হয়। এই কম্পনের রেশ কাটতে না কাটতে বুধবার সকালে নেপালে জোড়া ভূমিকম্প আঘাত করে।

প্রথম ভূমিকম্প আঘাত হানে সকাল ৬টা ২৯ মিনিটে আর দ্বিতীয়টি আঘাত হানে সকাল ৬টা ৪০ মিনিটে। তবে এই দুটি ভূমিকম্পেরই কম্পনের মাত্রা তুলনামূলক কম ছিল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫.২ ও ৪.৩। তবে এসব ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপরে