শ্রীলঙ্কায় ইমার্জেন্সি রেগুলেশনস পাস, মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের
শ্রীলঙ্কার পার্লামেন্টে ভোটাভুটি ছাড়াই ইমার্জেন্সি রেগুলেশনস পাস হয়েছে। এদিকে ইস্টার সানডে উদযাপনের দিন হামলার তথ্য প্রকাশ না করায় দেশটির এক মন্ত্রী এবং তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার প্রকাশিত আলাদা দুটি প্রতিবেদনে এসব তথ্য জানায় দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম আদা দেরানা।
একটি প্রতিবেদনে বলা হয়, এর আগে ২২ এপ্রিল দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ইমার্জেন্সি রেগুলেশনসের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী আইন গেজেট আকারে জারি করার সিদ্ধান্ত নেয়।
এতে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে পার্লামেন্টে শুরু হওয়া ইমার্জেন্সি রেগুলেশনস বিষয়ক বিতর্ক শেষে গেজেটটি জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
আরও বলা হয়, এর ফলে দেশ এবং দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে যেকোনো কার্যকরী পদক্ষেপ নেয়ার ক্ষমতা দেয়া হলো পুলিশকে।
আরেকটি প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, দেশটির টেলিযোগাযোগ, বিদেশি কর্মসংস্থান ও ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো এবং তার বাবার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছে স্থানীয় রাজনৈতিক দল পিভিথুরু হেলা উরুমায়া (পিএইচইউ)।
প্রতিবেদনটিতে বলা হয়, আজ সকালে পুলিশ সদরদপ্তরে এই অভিযোগ দায়ের করেন পিএইচইউ’র জেনারেল সেক্রেটারি উপুল বিজেসেকারা।
গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন শ্রীলঙ্কার তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় বোমা হামলায় এ পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। এসব হামলার তিনদিন পর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।