পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলায় নিহত ১৭০
পাকিস্তানের বালাকোটে ভারতীয় এয়ার ফোর্সের (আইএএফ) বিমান হামলায় জইশ-ই-মোহাম্মদের ১৭০ জনের মতো নিহত হয়েছেন।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইতালির সাংবাদিক ফ্যান্সেস্কা ম্যারিনোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
পুলওয়ামা হামলার কয়েকদিন পর গত ২৬ ফেব্রুয়ারি ভোরের প্রাক্কালে বালাকোটে জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা করে আইএএফ।
ইতালির এই সাংবাদিকের মতে, আইএএফের এই বিমান হামলায় সংগঠনটির ১৩০ থেকে ১৭০ জনের মতো কর্মী নিহত হন।
ইন্ডিয়া টিভির সঙ্গে কথা বলার সময় ফ্র্যান্সেস্কা ম্যারিনো বলেন, আইএএফের বিমান হামলায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে পাকিস্তান যে দাবি করছে, সেটি মিথ্যা।
এই নারী সাংবাদিক একটি প্রতিবেদনে লিখেছেন, ভারতীয় বিমান হামলার বিষয়ে পাকিস্তান বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করলেও কিছু তথ্য থেকে যায় আমার একাধিক সূত্রের কাছে।
তিনি লিখেছেন, সন্ত্রাসী শিবিরটিতে আইএএফ সফল হামলা চালানোর ঠিক আড়াই ঘণ্টা পর শিনকিয়ারি সেনাঘাঁটি থেকে পাকিস্তানি সেনাবাহিনীর একটি ইউনিট সেখানে উপস্থিত হয়।
একাধিক সূত্রের বরাত দিয়ে ফ্র্যান্সেস্কা ম্যারিনো বলেন, এই পাকিস্তানি সেনারা আহতদেরকে শিনকিয়ারিতে অবস্থিত হারকার-উল-মুজাহিদিনের শিবিরে সরিয়ে নেয়।
তিনি বলেন, এখানে আহতদের চিকিৎসা করে পাকিস্তান সেনাবাহিনীর ডাক্তাররা। এই সাংবাদিকের একাধিক সূত্র তাকে জানায়, এখনও ৪৫ জন চিকিৎসাধীন আছেন।
ইতালির এই সাংবাদিকের প্রতিবেদনটিতে বলা হয়, হারকার-উল-মুজাহিদিনের শিবিরে চিকিৎসাধীন থাকা ২০ জন মারা গেছেন।
আর হামলার পর জইশ-ই-মোহাম্মদের শিবির থেকে জীবিত উদ্ধার করা সন্ত্রাসীরা পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে আছেন বলেও উল্লেখ করা হয় এই প্রতিবেদনে।