পাকিস্তানের কয়েকশ’ খ্রিস্টান মেয়েকে কনে হিসেবে চীনে পাচার
সাম্প্রতিক সময়ে চীনের মানুষের জন্য নতুন বিয়ের বাজারে পরিণত হয়েছে পাকিস্তান। এজন্য পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায়ের কয়েকশ’ নারী ও মেয়ে চীনে পাচার হয়েছে।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় সংবাদপত্র খালিজ টাইমস।
চীনের ও পাকিস্তানের দালালরা মেয়ে খুঁজতে একেবারে মরিয়া হয়ে গেছে। এমনকি মাঝে মাঝে চার্চের বাইরেও ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে তাদের।
গরিব বাবা-মাকে তাদের মেয়েকে বিয়ে দিতে রাজি করার জন্য অনেক টাকার প্রতিশ্রুতি দিচ্ছে কিছু যাজক। টাকার বিনিময়ে এই কাজে নেমেছে এসব যাজক।
মেয়ের বাবা-মাকে কয়েক হাজার ডলার দিয়ে বলা হচ্ছে যে তাদের নতুন জামাই একজন ধনী এবং ধর্মান্তরিত খ্রিস্টান। পরে দেখা যাচ্ছে তারা দুটোর কোনোটিই না।
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা এসব মেয়েদের পরে চীনের কোনও প্রত্যন্ত অঞ্চলে নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়। তারা এতোটাই অসহায় হয়ে পড়ে যে কারও কাছে এক গ্লাস পানিও চাইতে পারে না।