শিরোনাম
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত আকাশসীমা বন্ধ করল জর্দান-ইরাক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের যুক্তরাজ্যে টাটার কারখানা বন্ধ, প্রায় ৩ হাজার মানুষ কর্মহীন বিএসএফের প্রধান ও উপ-প্রধান পদচ্যুত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 June, 2019 01:17

পাকিস্তানের সামরিক হাসপাতাল থেকে পালিয়েছেন জইশ-ই-মোহাম্মদের প্রধান

পাকিস্তানের সামরিক হাসপাতাল থেকে পালিয়েছেন জইশ-ই-মোহাম্মদের প্রধান
মেইল রিপোর্ট :

পাকিস্তানের রাওয়ালপিন্ডি সামরিক হাসপাতাল থেকে দেশটিতে নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার পালিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে আহসান উল্লাহ মিয়াখাইল নামের একটি টুইটার হ্যান্ডল থেকে করা পোস্টের ভিত্তিতে এই তথ্য জানায় গণমাধ্যমটি।

টুইটার অ্যাকাউন্টে নিজেকে একজন মানবাধিকার কর্মী এবং পাশতুন তাহাফুজ মুভমেন্টের (পিটিএম) অ্যাক্টিভিস্ট হিসেবে দাবি করেছেন তিনি।

আহসান ভিডিওটি পোস্ট করে লেখেন, পাকিস্তানের রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত দশজনকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও লেখেন, জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার এখানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু গণমাধ্যমকে ঘটনাস্থলে ঢুকতে দেয়া হচ্ছে না।

একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি জানায়, কোনও সন্দেহ ছাড়া বলা যেতে পারে যে এই শক্তিশালী বিস্ফোরণের সময় মাসুদ আজহার পালিয়েছেন।

জইশ-ই-মোহাম্মদের প্রধান জটিল মূত্র রোগে ভোগেন বলে জানা যায় এবং ডায়ালিসিসের জন্য নিয়মিত রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালটিতে যান।

ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে অবস্থিত হাসপাতালটি খুবই সুরক্ষিত। এখানেই পাকিস্তান সেনাবাহিনীর সদরদপ্তর অবস্থিত।

এর আগে মাসুদ আজহারসহ জইশ-ই-মোহাম্মদের বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পাকিস্তান কর্তৃপক্ষ।

উপরে