শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 July, 2019 03:01

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপের আহ্বান ব্রিটেন-ফ্রান্স-জার্মানির

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপের আহ্বান ব্রিটেন-ফ্রান্স-জার্মানির
মেইল রিপোর্ট :

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় তারা রোববার এই আহ্বান জানায়।

ইরানের সঙ্গে ২০১৫ সালে করা পরমাণু চুক্তিটি ভেঙে যাওয়ার ঝুঁকির মুখে পড়ায় এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে এই তিন দেশের নেতারা।

ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের বাসভবন এলিসি প্রাসাদ থেকে দেয়া বিবৃতিটিতে উল্লেখ করা হয়, এই পরমাণু চুক্তি টিকে থাকার নিশ্চয়তা ইরানের ওপর নির্ভর করছে।

এতে বলা হয়, আমরা বিশ্বাস করি চলমান উত্তেজনা নিরসনে উপায় খুঁজে বের করতে সংলাপ শুরু করার সময় এসেছে।

আরও বলা হয়, এই ধরনের সংকটে সংশ্লিষ্ট সব পক্ষকে থামানো এবং তাদের পদক্ষেপের সম্ভাব্য পরিণতির কথা বিবেচনা করা প্রয়োজন।

ইরানের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের এই চুক্তিসইয়ের ক্ষেত্রে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে হতাশ হয় ইউরোপের এই তিন দেশ।

তারা জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করায় চুক্তিটি ভাঙনের ঝুঁকিতে আমরা উদ্বিগ্ন।

আরও জানায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা অতিক্রম করার সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা এই চুক্তির প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে।

উপরে