শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 July, 2019 19:39

জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে অবৈধরা দেশে ফিরতে পারবে

জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে অবৈধরা দেশে ফিরতে পারবে
মেইল রিপোর্ট :

অবৈধ অভিবাসীদের সহজ শর্তে নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাত’শ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন যেকোনও অবৈধ অভিবাসী।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

'ব্যাক ফর গুড প্রোগ্রাম' প্রক্রিয়ায় কোনও ধরনের দালাল বা এজেন্টের মাধ্যমে না গিয়ে অবৈধদের সরাসরি ইমিগ্রেশনে এসে জরিমানা দিয়ে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে ৪ (চার) মাসের এই প্রোগ্রাম শেষে যারা অবৈধভাবে মালয়েশিয়ায় থাকবেন তাদের ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

দেশটির প্রায় বিভিন্ন স্থানে ইমিগ্রেশনের ৮০টি নির্ধারিত স্থানে এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন অবৈধ অভিবাসীরা। তবে ইমিগ্রেশনে আসার সময় পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিট এবং দেশে ফিরে যাওয়ার জন্য বিমান টিকিটের কপি সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, গেলে কয়েকমাস ধরে অবৈধদের ধরতে কঠোর অভিযান পরিচালনা করে আসছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। ধরপাকড়ের পাশাপাশি দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়াও ছিল ধরাবাঁধা। নতুন এ ঘোষণায় তাই অনেকটা স্বস্তিতে দেশে ফিরতে প্রতীক্ষায় থাকা অবৈধ প্রবাসীরা।

উপরে