শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 August, 2019 01:36

ইবোলার ভয়ে কঙ্গো সীমান্ত বন্ধ করলো রুয়ান্ডা

ইবোলার ভয়ে কঙ্গো সীমান্ত বন্ধ করলো রুয়ান্ডা
মেইল রিপোর্ট :

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর গোমা শহরে তৃতীয় ব্যক্তি হিসেবে একজন ইবোলা আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার কঙ্গো সীমান্ত বন্ধ করে দিয়েছে রুয়ান্ডা। 

কঙ্গোর পূর্বাঞ্চলের এই শহরের এক ইবোলা আক্রান্ত রোগীর মেয়েও ভাইরাসটির শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা। রুয়ান্ডা পাশে অবস্থিত এই শহরে অন্তত এক মিলিয়ন মানুষের বাস।

রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী ওলিভিয়ের এন্ডুহাঙ্গিরিয়ে ফোনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থাটিকে জানান, দেশটির গিসেনয়ি শহর সংলগ্ন কঙ্গো সীমান্তটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত জানাননি।

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইবোলা মোকাবেলায় কাজ করা ডা. আরন অরুনা আবেদি সংবাদ সংস্থাটিকে ফোনে জানান, গোমা ইবোলা চিকিৎসা কেন্দ্রে আসা একজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গোমায় ইবোলা আক্রান্ত তৃতীয় রোগী শনাক্তের পর ঘনবসতিপূর্ণ শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির যে শহরে প্রথম ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়, সেটি থেকে গোমা ৩৫০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। বুধবার কর্তৃপক্ষ জানায়, ইবোলা আক্রান্ত দ্বিতীয় রোগী দেরিতে চিকিৎসা গ্রহণ করায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে গোমায় প্রথম ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে। অবশ্য কর্তৃপক্ষ জনায়, গোমায় ইবোলা আক্রান্ত প্রথম ঘটনার সঙ্গে দ্বিতীয়টি ও তৃতীয়টির কোনও সম্পর্ক নেই।

উপরে