শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 August, 2019 00:41

মেক্সিকোয় পানশালায় ‘বোমা’ হামলায় নিহত ২৩

মেক্সিকোয় পানশালায় ‘বোমা’ হামলায় নিহত ২৩
পানশালার বাইরে আইনশৃংখলা বাহিনী।
মেইল রিপোর্ট :
মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে একটি জনাকীর্ণ পানশালায় দুষ্কৃতিকারীদের হামলায় নারীসহ ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। 

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে প্রদেশের বন্দরনগরী কোয়াতজাকোলকস এলাকার কাবালো ব্লাঙ্কো (সাদা ঘোড়া) পানশালায় এ হামলা হয়। 

প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা সম্ভবত ‘গ্যাসোলিন বোমা’র সাহায্যে অগ্নিকাণ্ড ঘটায়। এতে আট নারী ও ১৫ পুরুষ নিহত হন। আহতদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। 

প্রদেশের গভর্নর কুইতলাহুয়াক গার্সিয়া জানান, সক্রিয় অপরাধী চক্রগুলোর কোন্দলের ফলে এ হামলা হয়ে থাকতে পারে।  

এ ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করে গভর্নর বলেন, এ অঞ্চলে অপরাধী চক্রগুলোর কোনো রকমের হামলা বরদাশত করা হবে না।  

হামলাস্থলের ছবিতে দেখা যায়, পানশালাটির বিভিন্ন জায়গায় চেয়ার-টেবিল ছড়িয়ে-ছিটিয়ে আছে। লোকজন পালানোর চেষ্টা করছে।  

হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র। 

এর আগে ২০১১ সালে উত্তরাঞ্চলের মনটেরি শহরে এক ক্যাসিনোতে দুষ্কৃতিকারীদের হামলায় ৫২ জন নিহত হন। ‘দ্য জেতাস’ নামে একটি সঙ্ঘবদ্ধ অপরাধী চক্র চাঁদার দাবিতে ওই হামলা চালায়। বর্তমানে দলটি ভেঙে গেলেও নানাভাবে তাদের একাধিক দল কোয়াতজাকোলকস শহরে সক্রিয় রয়েছে। 

সর্বশেষ চলতি মাসের শুরুর দিকে পশ্চিমাঞ্চলের উরুয়াপান শহরে দুষ্কৃতিকারীদের এক হামলায় ১৯ জনের প্রাণহানি ঘটে।  

২০০৬ থেকে ২০১২ সালের মতো আবারও এসব অঞ্চলে বিভিন্ন মাদকচক্রের হামলা-সহিংসতা ফিরে আসছে বলে আশঙ্কা করছে বাসিন্দারা।

উপরে