শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 August, 2019 02:16

ব্রাজিলে ভূমি পরিষ্কার করতে আগুন ব্যবহারে নিষেধাজ্ঞা

ব্রাজিলে ভূমি পরিষ্কার করতে আগুন ব্যবহারে নিষেধাজ্ঞা
মেইল রিপোর্ট :
ভূমি পরিষ্কার করতে ৬০ দিনের জন্য যে কোনো ধরণের অগ্নিসংযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রাজিল।  

পৃথিবীর ফুসফুস বলে পরিচিত আমাজনের জঙ্গলের বিস্তৃত অংশ আগুন জ্বলার পরিপ্রেক্ষিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন। 

আমাজনের আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন বোলসোনারো। এনজিওগুলোর দাবি, প্রেসিডেন্টের ভুল নীতি দায়ী। আন্তর্জাতিক হুঁশিয়ারির তোয়াক্কা না-করেই আমাজন অঞ্চলকে চাষ ও খনিজ উত্তোলনের কাজে ব্যবহারের কথা বলেছিলেন তিনি। 

অভিযোগ রয়েছে, অবৈধভাবে জমি পরিষ্কার করে চাষাবাদের জন্য চাষীরা আমাজন জঙ্গলের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে। বোলসোনারোর জারি করা এই ডিক্রির ফলে দেশটির কোথাও জমি পরিষ্কার করতে অগ্নিসংযোগ করা যাবে না। 

এদিকে, ব্রাজিলের শীর্ষ পরিবেশবিদ তাসো আজেভেদো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাজনের আগুন আরও তীব্র হয়ে উঠতে পারে। বুধবার দেশটির সংবাদমাধ্যম গ্লোবোতে লেখা এক নিবন্ধে সম্ভাব্য ক্ষতি এড়াতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

আজেভেদো বলেছেন, আমাজনে এখনো বিপুল পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। তাই নভেম্বরে শুষ্ক মওসুম শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানে যে কোনো ধরণের আগুনের ব্যবহার নিষিদ্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উপরে