শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 September, 2019 01:19

পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩

পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩
মেইল রিপোর্ট :

পাকিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার বিকেলে এই ভূমিকম্প  অনুভূত হয়।

ভূমিকম্পের স্থায়িত্ব ছিল আট থেকে দশ সেকেন্ডের মতো কিন্তু এটি প্রচণ্ডভাবে অনুভূত হয়।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) মতে, এদিন বিকেল চারটার কিছুক্ষণ পরে অগভীর ভূমিকম্পটি পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের কৃষিভূমিকে বিচ্ছিন্নকারী সীমান্ত বরাবর ঝিলামের ২২.৩ কিলোমিটার উত্তরে আঘাত হানে।

প্রধান আবহাওয়াবিদ মুহাম্মাদ রিয়াজ জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর ফলে পাঞ্জাব প্রদেশের বেশির ভাগ এবং খায়বার পাখতুনখাওয়ার কিছু অংশে কম্পন অনুভূত হয়। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আজাদ কাশ্মীরের মিরপুর।

এছাড়া ইসলামাবাদ, পেশাওয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর, শিয়ালকোট, মালাকন্দ, মুলতান, শাংলা, বাজাউর, সোয়াত, শাহিওয়াল এবং রহিম ইয়ার খানসহ বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়।

ডিভিশনাল কমিশনার চৌধুরি মুহাম্মাদ তৈয়্যব জানান, ভূমিকম্পের ফলে মিরপুরে নিহত ২৩ জনের মধ্যে তিনটি শিশু।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন। তিনি এবং দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া উভয়ই যথাসময়ে উদ্ধার অভিযান ও ত্রাণ সহযোগিতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এই ভূমিকম্পের ফলে ভারতের দিল্লি-এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়োন) অঞ্চলেও হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

উপরে