শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 October, 2019 23:35

আলোচনার ডাক দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া!

আলোচনার ডাক দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া!
মেইল রিপোর্ট :

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা শুরুর আগ্রহ প্রকাশের কয়েক ঘণ্টার পরই উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (২ অক্টোবর) সকালে উত্তর কোরিয়ার ওনসান বন্দরের কাছ থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এটি ৯১০ কিলোমিটার উচ্চতায় ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

উত্তর কোরিয়া এখনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করেনি। যদি সত্যিই তারা এ ধরনের পরীক্ষা চালায় তবে, সেটি হবে গত মে মাসের পর থেকে চালানো স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোর চেয়ে বেশ বড় অগ্রগতি। 

এ ঘটনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়া ওনসান থেকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আমাদের সেনাবাহিনী অবস্থা পর্যবেক্ষণ করছে ও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, এটি পুরোপুরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়মের লঙ্ঘন।

পিয়ংইয়ং সত্যিই এটি করে থাকলে তা হবে চলতি বছরে তাদের ১১তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

এর আগে, গত মঙ্গলবার (১ অক্টোবর) উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই জানিয়েছিলেন, তারা ওয়াশিংটনের সঙ্গ পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আবার আলোচনা শুরু করতে আগ্রহী। 

গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে এ বিষয়ে আলোচনা হলেও সেসময় তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। 

উপরে