কাশ্মীর নিয়ে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা চীনের
মেইল রিপোর্ট :
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বুধবার (৯ অক্টোবর) বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দিয়েছেন।
চীনা প্রেসিডেন্ট এমন সময় এ ঘোষণা দিলেন যখন এক সপ্তাহ পরেই তিনি পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
ইমরান খানকে শি বলেছেন, পরিস্থিতির ভালো-মন্দ সুস্পষ্ট। উভয়পক্ষের উচিৎ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এর সমাধান করা।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে ভারত। এরপরই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের উত্তেজনার পারদ চড়তে থাকে। পাকিস্তানের অভিযোগ, ভারত কাশ্মীরে নির্যাতন-নিপীড়নের স্টিমরোলার চালাচ্ছে।