জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
মেইল রিপোর্ট :
জাপানের হনসু দ্বীপের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ৫.৭ মাত্রার ভূমিকম্প।
শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এই ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল প্রায় ৮০ কিলোমিটার আর উৎপত্তিস্থল দক্ষিণপূর্বাঞ্চলের চিবা প্রিফেকচার।
জাপানের আবহাওয়া এজেন্সি এ খবর জানিয়েছে।
এর আগে, সুপার টাইফুন হাজিবিসের আঘাত হানার সম্ভাবনা থেকে জাপানের ১.৬ মিলিয়ন অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, জাপানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এনএইচকে চ্যানেল জানিয়েছে এই সুপার টাইফুন হাজিবিস ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী টাইফুন।
ইতোমধ্যেই টোকিওর পূর্বাঞ্চলে ঝড়ো বাতাসের প্রভাবে একটি গাড়ি উড়ে গিয়ে পড়ায় একজনের মৃত্যু হয়েছ।