শিরোনাম
জুলাই আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের অর্থদাতা ডিসি অফিসের নাজির বহাল তবিয়তে! প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 24 October, 2019 00:31

বিতর্কিত সেই অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল করলো হংকং

বিতর্কিত সেই অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল করলো হংকং
মেইল রিপোর্ট :

টানা চার মাস ধরে চলমান বিক্ষোভের মুখে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিতর্কিত সেই অপরাধী প্রত্যর্পণ বিল প্রত্যাহার করেছে হংকং আইনসভা।

বুধবার (২৩ অক্টোবর) প্রস্তাবিত এ বিল প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। 

অপরাধী প্রত্যর্পণ বিলটি পাস হলে কেন্দ্র অর্থাৎ চীন চাইলেই যে কোনো অপরাধীকে হস্তান্তরে বাধ্য থাকতো হংকং। বিক্ষোভকারীদের মতে, এটি আইন আকারে পাস হলে স্বায়ত্ত্বশাসন ভোগ করা হংকংয়ের ওপর চীনের খবরদারি অনেকাংশে বেড়ে যেতো। হুমকির মুখে পড়তো তাদের গোটা বিচার ব্যবস্থা। 

এদিকে প্রত্যর্পণ বিল বাতিলের পরও সন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা। শুরুতে কেবলমাত্র এ বিল বাতিলের দাবিতেই বিক্ষোভের সূত্রপাত হলেও, পরবর্তীতে আরও কিছু নতুন দাবি যুক্ত হয়। তাদের এসব দাবির মধ্যে অন্যতম ছিল- বিক্ষোভকে দাঙ্গা হিসেবে অভিহিত না করা ও এ পর্যন্ত আটকদের অবিলম্বে ছেড়ে দেওয়া, বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো পুলিশদের বিচারের আওতায় আনা ইত্যাদি।  

তবে আইনসভা বিক্ষোভকারীদের এসব দাবির ব্যাপারে কিছু বলেনি। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেন, বিক্ষোভকারীদের অন্য দাবি পূরণ আমার হাতে নেই।

অন্যদিকে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে ‘পাঁচ দফার এক দফাও কম নয়’। 

প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গত চারমাস ধরে বিক্ষোভে উত্তাল হংকং। ২০১৪ সালে হওয়া ‘আমব্রেলা প্রোটেস্টে’র পর এটিই হংকংয়ে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ। এ বিক্ষোভের জেরে হংকং নির্বাহী ক্যারি ল্যামকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে চীন। 

উপরে