শ্রীলংকার প্রেসিডেন্ট হলেন গোতাবায়া রাজপাকসে
মেইল রিপোর্ট :
শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গোতাবায়া রাজপাকসে। ইউনাইটেড ন্যাশনাল পার্টির প্রার্থী সাজিথ প্রেমাদাসা তার পরাজয় স্বীকার করে নেয়ার পর গোতাবায়াকে বিজয়ী ঘোষণা করা হয়।
রোববার এক বিবৃতিতে প্রেমাদাসা বলেন, কঠোর লড়াই ও উৎসাহপ্রাপ্ত নির্বাচনী প্রচারের সমাপ্তিতে জনগণের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। শ্রীলংকার নব-নির্বাচিত সপ্তম প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে অভিনন্দন।
গোতাবায়া রাজপাকসে পূর্বে শ্রীলংকার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তিনি শ্রীলংকার দু'বারের নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজপাকসের ভাই।