শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 December, 2019 03:01

৪৩ বছর পর প্রধানমন্ত্রী পেলো কিউবা

৪৩ বছর পর প্রধানমন্ত্রী পেলো কিউবা
কিউবার নবনিযুক্ত প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ। ছবি: সংগৃহীত
মেইল রিপোর্ট :

৪৩ বছর পর এই প্রথম প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো কিউবায়। দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়া ক্যানেল প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে।

শনিবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।

১৯৭৬ সালে কিউবার প্রধান নেতা ফিদেল ক্যাস্ত্রো ‘প্রধানমন্ত্রী’ পদটি বিলুপ্ত ঘোষণা করেন। চলতি বছর নতুন সংবিধান অনুযায়ী ৪৩ বছর পর পদটি আবার চালু করা হলো।

প্রধানমন্ত্রী হিসেবে নবনিযুক্ত মারেরো কিউবার পর্যটনমন্ত্রী হিসেবে কাজ করেছেন প্রায় ১৬ বছর। ২০০৪ সালে ক্যাস্ত্রো তাকে পর্যটনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তার নেতৃত্বে কিউবার পর্যটন খাতে বেশ উন্নতি হয়। এবার আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। পর্যটনমন্ত্রী হিসেবে কাজ করার আগে কিউবার সেনাবাহিনীর কর্নেল ছিলেন মারেরো।

শনিবার চলতি বছরের শেষ সংসদ অধিবেশনে ৫৯৪ জন ডেপুটির অনুমোদনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হলেন মারেরো। সরকারের প্রতিদিনের কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন তিনি।

পদ বিলোপের আগে ফিদেল ক্যাস্ত্রোই ছিলেন কিউবার সর্বশেষ প্রধানমন্ত্রী। ১৯৫৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তারপর তিনি প্রেসিডেন্ট অব দ্য স্টেট কাউন্সিলের পদবি নেন। ফলে আলাদা করে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদের কোনো প্রয়োজন ছিল না।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কিউবার নাগরিকদের ভোটে নতুন সংবিধান প্রণীত হয় দেশটিতে। এতে বেশকিছু পরিবর্তন আনা হলেও, দেশটিতে এখনো কমিউনিস্ট পার্টিই একমাত্র অনুমোদিত রাজনৈতিক দল। 

উপরে