হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেলবাহী জাহাজকে এস্কর্ট দেবে ব্রিটেনের নৌবাহিনী
ব্রিটেন বলেছে, তাদের তেলবাহী জাহাজগুলোকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে এস্কর্ট করে নিয়ে যাবে ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ। এজন্য শনিবার তারা দুটি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে পাঠিয়েছে।
ব্রিটিশ সরকার বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর আমেরিকা এবং ইরানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে লন্ডন এ সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, তিনি এরইমধ্যে এইচএমএস মন্টরোজ এবং এইচএমএস ডিফেন্ডার যুদ্ধজাহাজকে ব্রিটিশ পতাকাবাহী সমস্ত বাণিজ্যিক জাহাজকে এস্কর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে ব্রিটেনের সম্পদ এবং নাগরিকদেরকে রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে সরকার।
বেন ওয়ালেস জানান, তিনি এরইমধ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে কথা বলেছেন এবং চলমান উত্তেজনা কমানোর জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর লন্ডনের ডাউনিং স্ট্রিটে বহু মানুষ প্রতিবাদ সমাবেশ করেছেন। ওই সমাবেশে লেবারপার্টির শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল প্রকাশ্যে মার্কিন হামলার নিন্দা করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন সরকারকে উত্তেজনা কমানোর জন্য শুধু আহ্বান জানানই যথেষ্ট নয়