শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 January, 2020 23:33

জাতিসংঘে কাশ্মীর ইস্যু তুলল চীন, ভারতের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

জাতিসংঘে কাশ্মীর ইস্যু তুলল চীন, ভারতের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
মেইল রিপোর্ট :

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের হয়ে জম্মু-কাশ্মীরের নিরাপত্তার বিষয়টি চীন উত্থাপন করেছে বলে দাবি করছে ভারত।

এনিয়ে পাকিস্তানের সমালোচনা করে দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্য চীনকে দিয়ে জাতিসংঘে জম্মু-কাশ্মীর ইস্যু তুলেছে পাকিস্তান।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, চীনকে দিয়ে ওই চেষ্টা চালিয়ে নিরাপত্তা পরিষদের অপব্যবহার করেছে ইসলামাবাদ। আর কাশ্মীর ইস্যু তুলতে গিয়ে যে অভিজ্ঞতা হল, চীনও তার থেকে শিক্ষা নিক। 

জানা গেছে, নিরাপত্তা পরিষদের বৈঠকে তৃতীয়বারের মতো কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করেছে চীন। কিন্তু আলোচনা শুরু হতে না হতেই নিরাপত্তা পরিষদের অন্য চার সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, এটা একেবারেই ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আলোচনা হতে পারে না নিরাপত্তা পরিষদের বৈঠকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার আরও বলেন, নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যই কাশ্মীর ইস্যুকে দ্বিপাক্ষিক বিষয় বলেই মনে করেছেন। তার ফলে, পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব গৃহীত হতে হলে স্থায়ী পাঁচ দেশের সম্মতি প্রয়োজন হয়। কোনো একটি দেশ ভেটো দিলে প্রস্তাবটি গৃহীত হয় না।

পাকিস্তানের কড়া সমালোচনা করে রবীশ বলেন, ভারতের সঙ্গে কোনো বিষয় তাদের আলোচনার মাধ্যমেই মেটাতে হবে, ইসলামাবাদকে এ কথা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। আর সেটা করতে হবে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই।

আগস্ট থেকে এ নিয়ে নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু দ্বিতীয়বার তুলল চীন। গত ডিসেম্বরে আরো একবার চেষ্টা চালিয়েছিল চীন। কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

রবীশ কুমার বলেন, ওরা (চীন) কেন বারবার ওদের (পাকিস্তান) হয়ে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে? আমি মনে করি, এবার ওরা (চীন) এ ব্যাপারে বিরত থাকবে।

পাকিস্তানের হয়ে কেন ওই ইস্যু তুলেছিল চীন? তার কারণ সম্পর্কে নিরাপত্তা পরিষদের বুধবারের বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে চিঠি লিখেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

উপরে