করোনায় মৃতের সংখ্যায় চীনকেও ছাড়ালো ইতালি
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪০৫ জনে।
একইসঙ্গে ইউরোপের দেশটিতে এই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩২২ জন। এ নিয়ে মোট আক্রন্ত হয়েছেন ৪১ হাজার ৩৫ জন।
এ হিসেবে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের কোভিড-১৯ রোগীর মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেছে ইতালি। করোনা ভাইরাসে বিপর্যস্ত এশিয়া দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ২৪৫ জন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানায় ইতালি কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৪১ হাজার ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। করোনায় ইতালির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল লম্বার্ডিতে এক দিনে ৩১১ জন মারা গেছেন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর তা পুরো চীন ও বিশ্বের অন্তত ১১৭টি দেশে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক এ মহামারিতে এ পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ৯২১ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৮২৩ জন। যার বেশিরভাগই ইতালি ও চীনের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ২ লক্ষাধিক করোনা আক্রান্তের মধ্যে ৮০ শতাংশই ইউরোপ এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘটেছে, যার মধ্যে রয়েছে এশিয়ার অনেক দেশ।
এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের পরেই সবচেয়ে বেশি আঘাত এসেছে ইরানে। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ইতোমধ্যে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাস সংক্রমণে।