শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 May, 2020 22:49

টোকিওতে ঈদের দিনে প্রবাসী বাংলাদেশীদের ফুটবল প্রতিযোগিতা

টোকিওতে ঈদের দিনে প্রবাসী বাংলাদেশীদের ফুটবল প্রতিযোগিতা

পি.আর. প্ল্যাসিড, টোকিও, জাপান থেকে:

পুরো এক মাস সিয়াম সাধনার পর গত রোববার টোকিওতে উদযাপিত হয়েছে ঈদ। করোনা ভাইরাসের কারণে কয়েকমাস স্বেচ্ছায় টোকিওতে প্রায় সবাই ঘরবন্দী থাকার পর কারো কারো মানসিক অবস্থা নানা কারণে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায় ফিরে আসলে কিছুটা হলেও আনন্দ দেবার জন্য জাপান থেকে প্রকাশিত প্রথম বাংলা অনলাইন পত্রিকা বিবেকবার্তা ঈদের দিন আয়োজন করে এক প্রীতি ফুটবল ম্যাচের। টোকিওতে বসবাসরত বাংলাদেশি ছাত্র সহ নানা পেশার লোক এতে অংশ নেন।

ঈদ উপলক্ষে এদিন মসজিদে নামাজ না পড়ে পরিচিতরা কারো বাসায় একত্র হয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে এস আর রিয়াদুল হাসান বিভিন্ন ছাত্র ও পেশাজীবিদের সাথে যোগাযোগ করে খেলার কথা জানিয়ে দেয়। দুপুরের পর সবাইকে নির্দিষ্ট জায়গাতে জড়ো করে টোকিওর আরাকাওয়া নদীর পাড় খেলার মাঠে নিয়ে যান। সেখানে একসাথে অনেক বাংলাদেশি জড়ো হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ শেয়ার করে।

পরে উপস্থিত সবাই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগারজন করে সাদা ও কালো দুই দলে বিভক্ত হয়ে খেলা শুরু করে। সত্তর মিনেটের খেলায় সাদা দল দুই এবং কালো দল এক গোল করে।  
প্রথমার্ধে ১৫ মিনিটের সময় গোল করেন কালো দলের মনির হোসেন। এরপর দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে সাদা দলের পক্ষে নিজাম উদ্দিন গোল পরিশোধ করে দুই দলের মধ্যে সমতা নিয়ে আসেন। তার পাঁচ মিনিট পরেই সোহাগ সাদা দলের পক্ষে আরো একটি গোল করে সাদা দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর দুই দলের মধ্যে চলে বেশ উত্তেজনা। শেষ পর্যন্ত সাদা দল কালো দলকে ২-১ গোলে পরাজয়ের মধ্য দিইে খেলার সমাপ্তী টানা হয়।

সাদা দলের হয়ে খেলেছেন মো. রিয়াদুল হাসান (অধিনায়ক), মোঃ তারেক, সাঈদ, মাসুম, খান, , নিজাম, রিপন কায়েস, সোহাগ, আরাফাত আসিফ সরকার (গোল রক্ষক)।

কালো দলের পক্ষে যারা খেলেছেন মো. জয়দুল ইসলাম (অধিনায়ক), নূর মোঃ কাউছার, মোঃ সিদ্দিক, মো. ঝুমন আলম, মো. খায়রুল আলম, মো. মনির হোসেন (গোল রক্ষক), মো. আরিফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. আবু সাঈদ, মো. জোবায়ের, মো. মাসুম ও মো. রাসেল।

এমনিতেই দিনটি ছিল ছুটির দিন তার মধ্যে অনেকের কোন কাজ এসময় না থাকায় খেলায় অংশগ্রহণকারীদের সাথে অনেক দর্শক মাটে উপস্থিত হয়েছিলেন। তারা খেলা চলা কালে বেশ উৎসাহ প্রদান করে আনন্দ উল্লাস করেছে।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন মো. জাহিদুল ইসলাম তারেক।

উপরে