শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 May, 2020 00:12

আবারো অশান্ত হয়ে উঠেছে হংকং: শত শত বিক্ষোভকারী গ্রেপ্তার

আবারো অশান্ত হয়ে উঠেছে হংকং: শত শত বিক্ষোভকারী গ্রেপ্তার
হংকংয়ে চীন বিরোধীদের বিক্ষোভ: ছবি-সংগৃহিত

মেইল রিপোর্ট:

চীন বিরোধী বিক্ষোভের কারণে আবারো অশান্ত হয়ে উঠেছে হংকং। আন্দোলনকারীদের চোখে-মুখে পুলিশ জ্বালা সৃষ্টিকারী গোলমরিচ গুঁড়ার পেলেট নিক্ষেপ করেছে এবং প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করেছে জানিয়েছে বিবিসি অনলাইন।

চীনের জাতীয় সঙ্গীতের অবমাননা সংক্রান্ত একটি বিলের বিরোধিতায় এবং বেইজিং এর প্রস্তাবিত বিতর্কিত এক আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় হংকংএর পুলিশ এসব পদক্ষেপ নেয়। পুলিশ বলেছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই বিনা অনুমতিতে সমাবেশ করছিল।

বিক্ষোভকারীরা চীনের জাতীয় সঙ্গীতের অবমাননাকে ফৌজদারি অপরাধ গণ্য করে আনা বিলের বিরোধিতা করছে। তারা আরও মনে করছে প্রস্তাবিত নতুন নিরাপত্তা আইন হংকংয়ের মানুষের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন করবে।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় এলাকায় আইন পরিষদ ভবনের বাইরে সমাবেশের ডাক দিয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু দাঙ্গা পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং এলাকায় পানি ভর্তি প্রতিবন্ধকতা তুলে দিয়ে এলাকাটি অবরুদ্ধ করে দেয়। ফলে বিক্ষোভকারীরা সেখানে বড়ধরনের বিক্ষোভ সমাবেশে জড়ো হতে পারেনি।

সেসময় ভেতরে এমপিরা জাতীয় সঙ্গীত বিলটি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা বিতর্ক করছিলেন।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ফেসবুকে এক পোস্টে জানায় ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পরে আরও জানায় যে অন্য দুটি এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার জন্য আরও ১১০জনকে আটক করা হয়েছে। পেট্রল বোমাসহ অস্ত্র বহন করার সন্দেহে আরও মানুষকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছু এলাকায় বিক্ষোভ হয়।

শহরের কেন্দ্রে একজন বিক্ষোভকারী সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্রকে জানায়: ''আমরা আমাদের বাকস্বাধীনতা রক্ষা করতে চাই। এটা আর হংকং থাকবে না, এটা আরেকটা চীনা শহরে পরিণত হতে চলেছে।''

আরেকজন বিক্ষোভকারী রয়টার্স সংবাদ সংস্থাকে বলেন: ''মনে আমাদের ভয় আছে, কিন্তু কথা তো বলতেই হবে।''

উপরে