শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 June, 2020 20:49

জাপানে বিবেক স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কমিটি গঠন

জাপানে বিবেক স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কমিটি গঠন

আসিফ সরকার, টোকিও, জাপান:

জাপানের বিবেক স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কমিটি গঠন হয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কায়সার হামিদকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। ক্লাবের অন্যান্য উপদেষ্টারা হলেন, বিবেকবার্তা সম্পাদক পি.আর. প্ল্যাসিড, ওয়াছেদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানিয়া হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহীন চৌধুরী। 

জাপান থেকে প্রকাশিত প্রথম বাংলা অনলাইন পত্রিকা বিবেকবার্তার সিস্টার কনসার্ন বিবেক স্পোর্টিং ক্লাব ২০১০ সালে যাত্রা শুরু করে। ক্লাবের মূল উদ্যোক্ত আলমগীর হোসেন ইমন একজন ক্রিকেট খেলার ভক্ত বলেই তার উদ্যোগে জাপান প্রবাসীদের ক্রিকেট খেলার মাধ্যমে আনন্দ দেবার জন্য এই উদ্যোগ নেয়া। ক্লাবটি জাপানের (কোবে) ওসাকায় প্রতিষ্ঠিত হলেও এখন ওসাকার বাইরে বিভিন্ন প্রিফেকচারে অন্যদের সাথে নিয়োমিত খেলার আয়োজন করছে। এবছরের এপ্রিল মাসে ক্লাবের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে খেলতে যাবার কথা থাকলেও করোনার কারণে পরিকল্পনার সব স্থগিত করা হয়। 

ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে এ কে আজাদ (বিপু) এবং আলামগীর হোসেন ইমন দায়িত্ব পালন করছেন। আলমগীর হোসেন ইমন জানিয়েছেন শীগ্রই পরিস্থিতি অনূকুলে আসলে জাপানে বসবাসরত অন্য দেশের ক্রিকেট খেলোয়ারদের সাথে খেলার আয়োজন করবে তারা। তাদের সাথে অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা হলেন জাহিদ ইকবাল (ম্যানেজার), এস এম মোর্শেদ(সহকারী ম্যানেজার), হাবীবুর রহমান, ইউসুফ, জাবেদ হোসেন, সোহান সুমন, আমান, রায়হান, রোবায়েত, রমজান আলী, ফয়সাল, রনি, সজীব, বিপ্লব, জনি, অনন্ত, সাইফুল, কামরুল আলী আব্বাস, শিহাব, মোস্তাইন, সাবের, সুজনদাস,সুমন, ফয়সাল-১ ও ফয়সাল-২।

সম্প্রতি দেশ থেকে খেলোয়ারদের জন্য জার্সি এবং যাবতীয় সরঞ্জামাদি আনা হয়েছে। এতে প্রবাসে ক্রিকেট প্রেমী ও খেলোয়াররা অনুপ্রানীত হয়েছেন।  

উপরে